উৎসঃ https://images.unsplash.com/photo-1564507592333-c60657eea523?q=80&w=1000&auto=format&fit=crop&ixlib=rb-4.0.3&ixid=M3wxMjA3fDB8MHxzZWFyY2h8Mnx8dGFqJTIwbWFoYWx8ZW58MHx8MHx8fDA%3D

উপমহাদেশে মুসলিম শাসন

৭১২
মুহম্মদ বিন কাসিমের ভারত আক্রমণ
১০০০
গজনীর সুলতান মাহমুদের ভারত আক্রমণ
১১৯১
প্রথম তরাইনের যুদ্ধ
১১৯২
দ্বিতীয় তরাইনের যুদ্ধ

মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।

১৩শ শতক
দিল্লি সালতানাত প্রতিষ্ঠা
সুলতান কুতুবুদ্দিন আইবেক
সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ

ভারতবর্ষে প্রথম মুদ্রা প্রচলন করেন। 

সুলতানা রাজিয়া
আলাউদ্দিন খলজি

দক্ষিণ ভারত তথা দক্ষিণাত্য জয় করেন। 

মুহম্মদ বিন তুঘলক

পরিব্রাজকঃ ইবনে বতুতা। 

মাহমুদ শাহ

১৩৯৮ সালে তৈমুর লং ভারত আক্রমণ করেন। 

ইব্রাহীম লোদী

দিল্লির সর্বশেষ সুলতান। 

১৫২৬
পানিপথের প্রথম যুদ্ধ

বাবর ইব্রাহীম লোদীকে পরাজিত করেন। 

মুঘল সাম্রাজ্যের শুরু
১৫২৬
শুরু
সম্রাট বাবর

১৫২৮ঃ বাবরি মসজিদ নির্মাণ। 

সম্রাট হুমায়ুন
১৫৫৬-১৬০৫
১৩ বছর বয়সে ক্ষমতায় আরোহণ।
সম্রাট আকবর

১৫৮২ঃ দীন-ই-ইলাহি প্রবর্তন। 

স্থাপত্যঃ ফতেহপুর সিক্রি, আগ্রার দুর্গ। 

রাজস্বমন্ত্রীঃ টোডরমল। 
গায়কঃ রামতনু পাণ্ডে। 

সম্রাট জাহাঙ্গীর
সম্রাট শাহজাহান
সম্রাট আওরঙ্গজেব
মুহম্মদ শাহ

১৭৩৯ঃ পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করেন।
তিনি পারস্যে নিয়ে যানঃ কোহিনূর হীরা, ময়ূর সিংহাসন।

১৮৫৭
সিপাহী বিপ্লবের সময়ে পতন
দ্বিতীয় বাহাদুর শাহ জাফর

শেষ মুঘল সম্রাট 

১৫৪০
শূর শাসন শুরু

উপমহাদেশে আফগান সাম্রাজ্য। 

শূর শাসনের প্রবর্তকঃ শের শাহ। 
নির্মাণ করেনঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড। 
প্রচলন করেনঃ কবুলিয়ত ও পাট্টা প্রথা। 
ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু করেন। 

১৫৫৫
শূর শাসন শেষ

About Abulais Shomrat

Check Also

মুক্তিযুদ্ধ

মার্চ ১৯৭১ ১ মার্চজাতীয় পরিষদের অধিবেশন স্থগিত২ মার্চস্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন অসহযোগ আন্দোলনআন্দোলনকালঃ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *