সোনার বাংলা
লেখকঃ ফাতেমা তুজ জোহুরা
যুদ্ধ শেষে স্বপ্ন দেখছি সোনার বাংলা গড়ার,
আমরা চলেছি অস্ত্র সাথে, ভয় নেই তো মরার।
রক্ত দিয়েছি, শক্তি দিয়েছি, দিয়েছি চোখের জল;
শফিক, রফিক আমাদের বীর, রুখে দাড়াঁনো-ই ছিল সম্বল।
৫২-র ওই ভাষার দাবিতে মরল কত যে আপন,
খালি হয়েছিল মায়ের কোল, ভেঙে পড়েছিলো কত বোন!
নির্বাচনে জয়ী হয়েও, পাইনি মুক্তির স্বাদ,
সব কিছু ফেলে, বিপক্ষ দল, দিয়েছে অপবাদ।
ঠা-ঠা গুলিতে পুলিশ ফারিতে মৃত্যুতে দেশবাসি,
বাঙালির মুখে একটাই বাণী, “দেশকে ভালোবাসি”।
কত না সংগ্রাম, কত না লড়াই, করেছি প্রতি বছর,
কাঁদতে কাঁদতে পার হয়ে গেল, দুঃখী দিন, রাত, ভোর।
৭১- এ ৩০ লক্ষ জীবনের বিনিময়ে,
পেয়েছি এ দেশ, পেয়েছি মুক্তি, জীবন রয়ে ক্ষয়ে।
শহীদরা সব নির্ভাবনায় ঘুমিয়ে আছে ভাই,
আমরা সর্ব সেই জগতেই হারিয়ে যেতে চাই।
আজতো গড়ছি সোনার বাংলা, করছি যে মহাকাজ,
আমাদের দেশ আমরাই শক্তি, জনগণের মাথার তাজ।