অ্যানিমেল ফার্মঃ বিপ্লব ও বিশ্বাসঘাতকতার রূপক পাঠ

এনিমেল ফার্ম। উৎসঃ https://media.licdn.com/dms/image/D5612AQHCEKojwMjWHw/article-cover_image-shrink_720_1280/0/1696428933821?e=2147483647&v=beta&t=rMR3wWNmDhOW1dO8at8lHIt41z5spvRcQJ6TwRQ-ORI

বেঁচে থাকার জন্য একটা সুন্দর জীবনের স্বপ্ন সবাই দেখে। জীবনের সমস্ত শিকলের বেড়াজাল ছিন্ন করে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতো করে বাঁচতে চায়।

সব অত্যাচারের বিরুদ্ধে একদিন তারা সংঘবদ্ধ হয়ে লড়াই করে।
কিন্তু সমতার লড়াইয়ের যুদ্ধে জয়লাভের পর নিজেদের মধ্যে যে স্বার্থের দ্বন্দ্ব শুরু হয়, তার প্রকোপ কেমন হয়!
সাম্যের গন্ডি পেরিয়ে সেটা কি আবার আরেকটা শোষিত সমাজের দিকে নিয়ে যায়?

নাকি অন্যরকম হয় সেই স্বাধীন সমাজ!

`অ্যানিমেল ফার্ম’-জর্জ অরওয়েলের একটি ব্যাঙ্গাত্মক রূপকধর্মী উপন্যাস। যে উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে প্রকাশিত হয়েছিল। কিন্তু উপন্যাসের মূল কাহিনির প্লট ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমি থেকে বিপ্লোবত্তর পরিস্থিতির প্রেক্ষাপটে রচিত।।

একটা পশুদের ফার্মকে ঘিরে শুরুর দিকে কাহিনি আবর্তিত হয়৷ যেখানে ফার্মের মালিক মি. জোনসের অধীনে গরু, ছাগল, হাঁস, মুরগি, গাধা, শূকর, কাক, ঘোড়া থেকে শুরু করে ভেড়া, কুকুরেরও দেখা মিলে।

মালিকের বিরুদ্ধে `ওল্ড মেজর’ নামে একজন প্রবীণ শূকরের নেতৃত্বে পশুসমাজ ধীরে ধীরে একত্রিত হয়ে বিদ্রোহ করে উঠে।

মানুষের বিরুদ্ধে যুদ্ধে তারা জয়লাভ করে পুরো ফার্ম থেকে মনিবকে বিতাড়িত করে নিজেদের মতো জীবনযাপন শুরু করে। একটা নতুন অধ্যায়ের সূচনা ঘটে।

সাতটি মূল আদেশবিধি প্রণয়ন করে `বিস্টস অব ইংল্যান্ড’ সঙ্গীতের মাধ্যমে সমস্বরে তারা নিজেদের বিধিলিপি তৈরী করে। সমতার ভিত্তিতে তাদের জীবনযাপন নির্ধারিত হয়।

অগাধ শস্যময় রাজ্যে নিজেদের অবাধ বিচরণে প্রতি রবিবার মিটিংয়ে অংশ নিয়ে তাদের শুরুর দিকটা বেশ ভালোই কাটে।

কিন্তু বিপত্তি ঘটে যখন ওল্ড মেজরের মৃত্যুর পর পশুদের নেতৃত্ব দেয়া দুটো শূকর `নেপোলিয়ন আর স্নোবলের’ মধ্যে মতাদর্শের পার্থক্য ঘটে।

একজন যদি বার্লি রোপন করতে চায়, আরেকজন গমের সুপারিশ করে।
নেপোলিয়ন একটা উইন্ডমিল তৈরী করার প্রস্তাব দিলে স্নোবলের পক্ষ থেকে সেই প্রস্তাবে ভাটা পড়ে।

একটা নতুন উৎসে সবকিছু বাঁক নেয় যখন স্নোবলের দিকে নেপোলিয়নের গোপন সূত্রে পালিত নয়টি হিংস্র কুকুর তাড়া করে তাকে পুরোপুরি ফার্ম থেকে তাড়িয়ে দেয়।

এনিমেল ফার্ম। উৎসঃ লেখিকা।

নেপোলিয়ন একচ্ছত্র নেতা হিসেবে আত্মপ্রকাশ করা শুরু করে।

শুরুর দিকে একটা শ্রেণি হিসেবে শূকরদের আর কুকুরদের আলাদা করা হয়। তাদের জন্য আপেল আর দুধ আলাদাভাবে রেখে দেয়া হয়, কারণ তারা সব পশুদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চায় নিয়োজিত থাকে। বাকি পশুরা তা মেনে নেয়।

এছাড়া স্নোবলের উইন্ডমিলের কাজের প্রস্তাবটা যে নেপোলিয়নের পক্ষে থেকেই ছিল এবং স্নোবল যে বিশ্বাসঘাতক তা জোরেশোরে প্রমাণ করা হয়।

এরপর সব পশুরা নির্বিবাদে নিয়মিত উইন্ডমিলের পেছনে ষোল ঘন্টা পরিশ্রম করলেও একদিন ঝড়ো বাতাসে প্রাচীরের বেধ কম হওয়ায় ভেঙে পড়ে।

এক বছরের সব পরিশ্রম নস্যাৎ হয়ে যায়।

নেপোলিয়ন দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠে।

দ্বিতীয় বছর ধরে আবারও সবাই মিলে উইন্ডমিল তৈরীর কাজ করলেও পাশের ফার্মের লোকজনের সাথে ঝামেলা হওয়ায় তারা উইন্ডমিলকে বোমা দিয়ে উড়িয়ে দেয়।

সমস্ত পশুরা এতে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে।
শীতকালে শস্যের ঘাটতি দেখা দেয়।
কিন্তু সবকিছুর পেছনে অদৃশ্য শক্তি হিসেবে স্নোবলকে টেনে আনা হয়, যে প্রতিহিংসা বশত ফার্মে সব অঘটন ঘটায়।

নেপোলিয়নের বিলাসী জীবনযাপনের তাতে ভাটা পড়ে না।

তাকে রক্ষা করার জন্য নয়টি কুকুর সবসময় ঘিরে থাকে।
সে সম্রাট নেপোলিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে।

ফার্মের মালিককে হটিয়ে যুদ্ধের বিজয়স্বরূপ `ম্যানর ফার্ম ‘ থেকে ট্রান্সফর্ম করে `অ্যানিমেল ফার্ম’ নামকরণের মাহাত্ম্য ধীরে ধীরে চাপা পড়ে যায়।

দুয়েকজন বাদে সবাই আগের সেই সমতার রীতিনীতি ভুলে যায়। আদেশবিধি নতুন করে চলতে থাকে।
উইন্ডমিল একসময় চালু হলেও পশুদের জীবনযাপন আগের মতোই থাকে।

তারা কোনো একটা ছাঁচকে ধরে আর অতীত আর বর্তমানের পার্থক্য বুঝতে পারে না। বিস্টস অব ইংল্যান্ড’ সঙ্গীত ধীরে ধীরে হারিয়ে মুখে মিলিয়ে যায়।

শুধু এক নম্বর আদেশবিধিতে `Whatever goes upon two legs is an enemy’ এর জায়গায় ` Four legs good, two legs better’ যুক্ত হয়।

সাত নম্বরে `All animals are equal’ এর জায়গায় হয়ে যায় `All animals are equal but some animals are more equal than others’।

সাতটি আদেশবিধির প্রত্যেকটিই একসময় এভাবে পরিবর্তিত রূপ লাভ করে।

শেষপর্যন্ত একটা পার্টিতে মানুষের সাথে শূকর নেপোলিয়নকে একসাথে দেখা যায়। যারা নতুন করে সবকিছু ভুলে পানীয় পানে মত্ত হয়ে যায়।

আর জানালার ফাঁক দিয়ে কয়েকটা জিজ্ঞাসু চোখ শুধু তাকিয়ে থাকে।
সেই মানুষগুলো আর তাদের পশুরাজ্যের শূকর নেপোলিয়নের মধ্যে তারা কোনো পার্থক্য খুঁজে পায় না।

About Labonya Roy

Check Also

Class Arachnida (Spiders)

Arachnids (Gr. arachne¯, spider) exhibit enormous anatomical variation. In addition to spiders, the group includes …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *