সুখ
লেখকঃ ফাতেমা তুজ জোহুরা
সুখের লাগি ছুটছে ধরা, মুছবে দু:খ, ঘুচবে জরা,
ভাবনাময় এক স্বপ্ন অতীত, সকলেই যেন দু:খেই ভীত।
‘সুখ পাব, ভাই! সুখ পাবোরে! ‘দু:খের জন্য ভাবনা কীরে!
নিজের জন্য ভাবনা করি, পরের কারণে স্বার্থপর-ই।
সবারে না বাসলে ভালো, মনের দু:খ ঘুচবে কারো?
ভাবছি আছে বাড়ি-গাড়ি, সুখ আছে সাথে স্বপ্নসারি,
মানিনা প্রভুর একটি কথা, ‘পরোপকারে মুছবে ব্যাথা’।
কেউ বুঝিনা কারো দুখ, ব্যস্ত নিয়ে নিজের সুখ।
সকলেই যে মানুষ মোরা, একই জাতের একই ধরা।
আজকের যুগে চল মনে করে যাই, এক মানুষ আরেক এর ভাই।
পরের মধ্যে সব বিলিয়ে দিলে, সুখ শান্তি সব ই মিলে।
পশ্চাতে ফেলে সকল অতীত, চলরে করি দান,
বিধাতার কাছে সপি সর্ব, সকলেরে দিয়ে মান।