সাহসী যোদ্ধা
লেখকঃ ফাতেমা তুজ জোহুরা
বায়ান্ন থেকে একাত্তর কতই না সংগ্রাম!
শহীদ আর বীরের রক্তে লেখা বাংলাদেশের নাম।
মিছিল করে অস্ত্র নিয়ে রাস্তার সেই চলা,
এটার নাম কি দেশে দেশে যুদ্ধের কথা বলা?
যেসব মায়ের কোল হলো খালি, সন্তান সেই আকাশের তারা,
বোনেরা যারা হারালো আদর, তারাও যোদ্ধার এক ধারা।
মাতা পিতার লাশের উপর হামাগুড়ি দেয়া সেই শিশু,
উঠত কার কোলে, বোঝাত কে তাকে, যেখানে ভবিষতের দিশাই শিশু?
যুদ্ধ তো তাকেও বলে, যেখানে সম্পর্ক পড়েছে টান,
ফেসবুক আর ইন্সটাতে করা প্রতিবাদের গান।
ইতিহাসের পাতায় দেখলে যুদ্ধ হয়নি এখনো শেষ,
চলছে খুন খারাপি, হচ্ছে অন্যায়, মুক্তি পায়নি দেশ।
স্বাধীনতাকামী এক নাগরিক হত্যায় আজ জাগল সকল লোক,
পরের দিন ই ভয়ে অভয়ে, মিটল সকল ক্ষোভ?
ব্যানার নিয়ে অন্যায় রুখে ছড়াচ্ছে সংবাদ,
তবে তাদের পক্ষেই আছে সাহসী জনগণ কাটিয়ে সকল ফাঁদ।
স্বপ্ন দেখেছি সোনার বাংলার, নয়ত জীবিত মর্দা,
স্লোগান দিয়েই আছি সাথে, আমরা সাহসী যোদ্ধা।