Search

দত্তাঃ ক্ল্যাসিক শরৎ সাহিত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত

গ্রন্থের নামঃ দত্তা

গ্রন্থের ধরণঃ সামাজিক উপন্যাস

লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রকাশঃ ১৯১৮। ১৩২৪-২৫ বঙ্গাব্দে ‘ভারতবর্ষ’ পত্রিকায় প্রকাশিত হয়।

উল্লেখযোগ্য চরিত্র

  • তিন বন্ধুঃ বনমালী, রাসবিহারী (মৃত) ও জগদীস (মৃত)।
  • বনমালীর মেয়ে বিজয়া।
  • জগদীস এর ছেলে নরেন্দ্রনাথ (নরেন)।
  • রাসবিহারীর ছেলে বিলাসবিহারী।

কাহিনী সংক্ষেপ

বিজয়া বাবার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিজয়া নরেনকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু সমস্যা হয় বিলাসকে নিয়ে। তারা বাপ-বেটায় (রাসবিহারী ও বিলাসবিহারী) বিজয়ার সম্পদে ভাগ বসাতে চায় বিলাসের সাথে বিজয়ার বিয়ে দেওয়ার মাধ্যমে।

অন্যদিকে নরেন ডাক্তার। সে বিজয়াকে মনের কথা বলতে পারে না, যদিও বিজয়ার কথায় সে বুঝতে পারে বিজয়া তার প্রণয়াসক্ত। কিন্তু অর্থাভাব ও সমাজের বাঁধায় সে নিজের মনের কথা প্রকাশ করতে পারে না। শেষমেশ দয়াল ও নলিনীর সহায়তায় বিজয়া আর নরেনের বিয়ে হয়। তাদের বিয়ের মাধ্যমে রাসবিহারীর সকল কুফন্দি বিফল হয়।

‘দত্তা’ উপন্যাসের কৃতিত্ব

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘দত্তা’ উপন্যাসের মাধ্যমে সমাজের নানা খারাপদিক তুলে ধরে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। এখানেই শরৎ সাহিত্যের এক বিশেষ কৃতিত্ব।

বিজয়াঃ দত্তার নাট্যরূপ 

উল্লেখ্য যে, উপন্যাসটি ‘বিজয়া’ নামে নাট্যায়িত হয় ১৯৪৩ সালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *