প্রাচীন বাংলা। উৎসঃ https://images.saymedia-content.com/.image/t_share/MTc2MjY0MjMyMTUyMDgxNTgx/ancient-structures-of-bengal-in-pictures.jpg

বাংলাদেশঃ প্রাচীন যুগ

ঐতরেয় আরণ্যক

সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। 

৩২৬ BC
আলেকজান্ডারের ভারত আক্রমণ
৩২৪ BC
মৌর্যযুগ শুরুঃ চন্দ্রগুপ্ত মৌর্য

চন্দ্রগুপ্ত মৌর্যঃ ভারতের প্রথম সম্রাট। 
রাজধানীঃ পাটলিপুত্র। 
প্রধানমন্ত্রীঃ চাণক্য (কৌটিল্য)। 
কৌটিল্যের বইঃ অর্থশাস্ত্র (রাষ্ট্রশাসন ও কূটনীতিকৌশল নিয়ে)। 

সম্রাট অশোক
২০০ BC
আর্যদের আগমণ

আর্যদের আদিবাসঃ ইউরাল পর্বতের দক্ষিণে (বর্তমান ইরানে)। 

৩২০
গুপ্ত সাম্রাজ্যের শুরুঃ প্রথম চন্দ্রগুপ্ত
সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬ষ্ঠ শতক
গুপ্ত বংশের পতন
স্বাধীন বঙ্গ রাজ্য

শাসকঃ মহারাজাধিরাজ গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচারদেব। 

স্বাধীন গৌড় রাজ্য

শাসকঃ রাজাধিরাজ শশাঙ্ক। 
বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজাঃ রাজাধিরাজ শশাঙ্ক। 

পুষ্যভূতি সাম্রাজ্য

অবস্থানঃ পাঞ্জাব। 
শ্রেষ্ঠ রাজাঃ রাজা হর্ষবর্ধন। 
সভাকবিঃ বানভট্ট। 
বানভট্টের বিখ্যাত গ্রন্থঃ হর্ষচরিত। 
পরিব্রাজকঃ হিউয়েন সাং। 

৭ম শতক
মাৎস্যন্যায় শুরু
৮ম শতক
মাৎস্যন্যায় শেষ এবং পাল বংশের শাসন শুরু
গোপাল
ধর্মপাল
দ্বিতীয় মহীপাল
মদনপাল
১২শ শতক
পাল শাসনের অবসান এবং সেন শাসন শুরু
বিজয় সেন

সেন বংশের শ্রেষ্ঠ রাজা। 

বল্লাল সেন

কৌলিন্য প্রথার প্রবর্তক। 
রচনাঃ দানসাগর ও অদ্ভুতসাগর। 

অদ্ভুতসাগর সমাপ্ত করেনঃ রাজা লক্ষণ সেন। 

লক্ষ্মণ সেন
১৩৪৬
ইবনে বতুতার বাংলায় আগমন

About Abulais Shomrat

Check Also

মুক্তিযুদ্ধ

মার্চ ১৯৭১ ১ মার্চজাতীয় পরিষদের অধিবেশন স্থগিত২ মার্চস্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন অসহযোগ আন্দোলনআন্দোলনকালঃ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *