আমার ছেলেরা
লেখকঃ ফাতেমা তুজ জোহুরা
যে ছেলেদের শিক্ষা দিলাম, দিলাম এত আদর,
সেই ছেলেদের একি হলো,ভাতের বোঝেনা কদর!
যে ছেলেদের একপাশে নিয়ে ঘুমিয়ে যেতাম আমি,
সেই ছেলেদের আমার চেয়ে নাকি বাড়ি-গাড়ি দামি।
যে ছেলেদের ভাত খাওয়াতাম আমার নিজের হাতে,
সেই ছেলেরাই দেয় অজুহাত মিথ্যা দেনার খাতে।
যে ছেলেরা আমায় ছাড়া যেতনা স্কুল,
সেই ছেলেদের মানুষ করে করলাম কি ভুল?
যে ছেলেদের জন্য আমি ভিক্ষাও ছাড়িনি,
সেই ছেলেরাই সম্মান নিয়ে করছে টানাটানি।
যে ছেলেদের গড়তেই আমার জীবন হলো শেষ,
সেই ছেলেরা আমার রেখে আছে ভালো বেশ।
যে ছেলেদের একটু হাসি দেয় আমায় সুখ,
সেই ছেলেরাই দেখলে আমায় কালো করে মুখ।
যে ছেলেরা মায়ের সাথে করত কত খেলা,
সেই ছেলেরাই তাদের মাকে, খেতে দেয়নি কত বেলা!
যে ছেলেরা মাকে নিয়ে ঘুরত গ্রাম আর শহর,
সেই মা তাদের গেলই চলে, তারা এলনা দিতে কবর।
এই ছেলেদের মানুষ করে জীবন যেন বৃথা,
তবুও করি দোয়া, ‘প্রভু, করো তাদের কৃপা’।
অবশেষে দু:খ পেয়ে কি আর হবে হায়!
প্রতি মোনাজাত শেষে বলি, ‘এই ছেলেদের যেন জান্নাত নসিব হয়’।