উদ্যম তরুণ
লেখকঃ ফাতেমা তুজ জোহুরা
আমরা নবীন,
আমরাই এই বাংলাদেশের সুদূর ভবিষ্যৎ।
ফেলে সব বাঁধা ,
দেশের জন্য জীবন দিয়েছি, নেইনি তো পিছুপথ।
মায়ের তরে যুদ্ধ করে শহীদ হয়েছে যারা,
লাল-সবুজের পতাকার উপর তাদের রক্ত স্রোতের ধারা।
যুবকরা চল ভারি করি দল, চলরে ফেস্টুন নিয়ে,
দেশের যত অন্যায় পথ দেখে রুখে দাঁড়াই গিয়ে।
ভার্সিটি আর ক্যাম্পাসের সকল মেয়েরা আয়,
ভাঙরে দুয়ার, পশ্চাতের কতই বা নিবি দায়!
দেখ না সবাই সহিংসতা আর খুন খারাপির খেলা,
নামরে পথে, দে রে স্লোগান, কে নেবে এর ঠেলা?
পশুর ন্যায় যারা করে নারীর সম্মান নিয়ে টানাটানি,
বলরে সবাই উচ্চস্বরে, “ইভটিজিং না মানি”।
বাসা-বাড়িতে ছদ্মবেশে ভিন্ন করে রুপ,
ধর্ষণ এর পথে পা বাড়ায় যারা, তাদের দেখেও তোরা চুপ!
না, না, না, রাজপথের আজ প্রতিটি গলি দিয়ে,
নেমে পড়ি সবাই, মানবতার জয় আনবই ছিনিয়ে।
তাহলে আর দেরি কেন করি, আয়রে সবার সাথে,
সকল অন্যায়ের বিরুদ্ধে আজ নেমে পড়ি পথে।