বিজয়
লেখক: ফাতেমা তুজ জোহুরা
ভাই, আমি বাংলার সন্তান।
বাংলাই আমার মাতৃভুমি,
বাংলাই আমার প্রাণ।
একাত্তর এ ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে,
পেয়েছি বিজয়, পেয়েছি স্বাধীনতা,
কতই রক্তক্ষয়!
করোনা আমায় ধর্ষন তুমি,
না কি তুমি সেই পিশাচ আর্মি?
দেখো, আমি বাংলার ই মা বোন,
বাংলাই আমার রক্তে মিশে,
বাংলাই প্রতিক্ষণ।
চেয়ে দেখো ওই লালের উপর সবুজ বনের দিকে,
একদিন পাকিস্তানিরা এই ভূমিতেই স্বপ্ন দিয়েছিল পুঁতে।
আমরা বাঙালী বীরাঙ্গনা দিয়েছি নিজেকে দান,
ভাই, আবার কি সেই অত্যাচার, মুক্ত হবে না কি প্রাণ?
চেয়ে দেখো, সোনার বাংলা গড়তে চাই সবাই,
তুমিও এসো, স্বপ্ন সাথে, যেমন করেছি আগে লড়াই।
একসাথে আছি আমরা সকলে,
ভাইয়েরা-বোনেরা মিলে,
আমার ভাইয়েরা পিশাচ নয়কো,
তারা বিজয়ের গানের মত রয়েছে যুদ্ধের মূলে।
একসাথে যেমন বিজয় ছিনিয়েছি,
আজও রব একতায়।
এগিয়ে যাব দেশকে নিয়ে,
হবেই হবে জয়।