উৎসঃ https://media.licdn.com/dms/image/C4E12AQFp2N96JXxm6w/article-inline_image-shrink_1000_1488/0/1520242165218?e=1721865600&v=beta&t=LEMerzJVFaYxfTfTpCQwZZdYt6FerNv09BCZhNwY3As

বাংলায় মুসলিম শাসন

১২০৪
বাংলায় মুসলিম/তুর্কি শাসন শুরু
১২০৫
খলজির লক্ষ্মণাবতী (গৌড়) জয়
সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ

উল্লেখযোগ্য ঘটনা

  • সিলেট বিজয়। 
  • হযরত শাহজালাল (রহ.)-এর আগমন। 
১৩৩৮
তুর্কি শাসনের অবসান
১৩৩৮
বাংলায় স্বাধীন সুলতানি শাসন শুরু
ফখরুদ্দিন মুবারক শাহ
শামসুদ্দিন ইলিয়াস শাহ

পুরো বাংলা অধিকার করেন। 
বাঙ্গালিরা সর্বপ্রথম একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। 

গিয়াসউদ্দিন আজম শাহ
জালালউদ্দিন মুহম্মদ শাহ
১৪৯৩-১৫১৯
আলাউদ্দিন হুসেন শাহ

বাংলায় মুসলিম শাসনের স্বর্ণযুগ। 

উপাধিঃ নৃপতি তিলক, জগত ভূষণ, কৃষ্ণ-অবতার। 

উল্লেখযোগ্য ঘটনা 

  • শ্রীচৈতন্যের আবির্ভাব।
  • বৈষ্ণব ধর্মের প্রবর্তন। 
  • বিজয়গুপ্তের মনসামঙ্গল। 
গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
১৫৩৮
১৩৩৮-১৫৩৮
২০০ বছরের শাসনের অবসান
বাংলায় সুলতানি শাসনের অবসান
১৫৩৮
সম্রাট হুমায়ুনের বাংলা (গৌড়) জয়
১৫৩৯
চৌসারের যুদ্ধ
১৫৭৬
রাজমহলের যুদ্ধ

বাংলায় মুঘল সাম্রাজ্য এ যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 

১৬০৮
বাংলায় সুবাদারি শাসন শুরু
সুবাদার ইসলাম খান

রাজধানী ঢাকায় (১৬১০) স্থানান্তর করেন।
ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। 
ধোলাই খাল খনন করেন। 

সুবাদার মীর জুমলা

ঢাকা গেট নির্মাণ করেন।
আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন। 

সুবাদার শায়েস্তা খান

দুই দফায় মোট ২২ বছর বাংলা শাসন করেন। 

স্থাপত্য

  • সাত গম্বুজ মসজিদ
  • ছোট কাটরা
  • চকবাজার শাহী মসজিদ 
১৭১৭
বাংলায় নবাবি শাসন শুরু
নবাব মুর্শিদকুলী খান
নবাব আলীবর্দী খান
১৭৫৬-১৭৫৭
নবাব সিরাজ-উদ-দৌলা
১৭৫৭
বাংলার স্বাধীনতা সমাপ্ত
১৭৬৪
১৭৬৪
বক্সারের যুদ্ধ
নবাব মীর কাসিম

About Abulais Shomrat

Check Also

মুক্তিযুদ্ধ

মার্চ ১৯৭১ ১ মার্চজাতীয় পরিষদের অধিবেশন স্থগিত২ মার্চস্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন অসহযোগ আন্দোলনআন্দোলনকালঃ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *