ম্যাপটিতে অনেক তথ্য একসাথে জুড়ে দেয়া হয়েছে। একসাথে সব তথ্য দেখতে গেলে বেশি জগাখিচুড়ি লাগতে পারে। তাই আপনারা যে টেকনিক অনুসরণ করবেন, তা নিম্নে সংক্ষেপে দেয়া হলো।
১. ম্যাপের উপরে কোণায় দেখুন একটা চারকোণা আইকন রয়েছে। এই আইকনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন নানা টপিক অনুযায়ী ম্যাপটি সাজানো হয়েছে।
২. এখন আপনার ইচ্ছেমতো যেকোনো একটা টপিক সিলেক্ট করুন। বাকিগুলো ডিসিলেক্ট করে রাখুন। তাহলে আপনি ম্যাপে শুধু সিলেক্টেড টপিকের মার্কগুলো দেখতে পারবেন।
৩. কোনো টপিক সিলেক্ট করলে All items নামে একটি লেখা সাথে সাথে সেই টপিকের নামের নিচে চলে আসবে। সেখানে ক্লিক করলে আপনারা ম্যাপে মার্ক করা প্রতিটি পয়েন্টের নাম দেখতে পারবেন। চাইলে সেই নামগুলোতে ক্লিক করে আপনারা নির্দিষ্ট স্থান সম্পর্কে জানতে পারবেন।
৪. এছাড়া ম্যাপের মার্ক করা পয়েন্টে ক্লিক করলেও সেই স্থান নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে চলে আসবে।